রিসোর্ট
যান্ত্রিক জীবনের জটিলতা এড়িয়ে নিরব নিস্তব্ধ পরিবেশে আভিজাত্যের সাথে দুই একটা দিন ঘুরে আসুন সুন্দরবনের পাশে অবস্থিত ইকো রিসোর্ট গুলোতে।
সুন্দরবনের গহীনে নদীর কোল ঘেষে সম্পূর্ণ ইকো সিষ্টেমে তৈরি হয়েছে এসব রিসোর্ট। নির্জন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং পশুর জঙ্গলের মাঝখানে নদী পথে বোট ট্রিপ, বাঁশের তৈরি রাস্তায় খালি পায়ে হাঁটার উষ্ণতা এবং গোলাপাতায় ঘেরা ইকো রিসোর্টের সৌন্দর্য পরিবেশিত জায়গায় সময় কাটানো, গোধূলির বিকেলে গ্রামবাংলার বাজার ঘুরে দেখা, রাত হতে হতে সবাই মিলে বার বি কিউ পার্টি এবং বন-জঙ্গলের ছোট ক্যানেলে সাইলেন্ট বোট ট্রিপ! এমন রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী হতে চাইলে, চলে আসতে পারেন সুন্দরবনের ইকো রিসোর্ট গুলোতে।