হিরণ পয়েন্ট – [Hiron Point]
হিরণ পয়েন্ট (Hiron Point), সুন্দরবনের দক্ষিণাংশের একটি সংরক্ষিত অভয়ারণ্য। ইউনেস্কো ঘোষিত অন্যতম বিশ্ব ঐতিহ্য হিরণ পয়েন্টের অন্য নাম নীলকমল।কাঠের গেটে লেখা দেখবেন ‘নীলকমলে স্বাগতম’। অভয়ারণ্য হওয়ায় এই স্থান অনেক বাঘ, হরিণ, বানর, পাখি এবং সরিসৃপের নিরাপদ আবসস্থল। সুন্দরবন এলাকায় রয়েল বেঙ্গল টাইগার দেখার অন্যতম একটি স্থান হলো এই হিরণ পয়েন্ট। এছাড়াও চিত্রা হরিণ, বন্য শুকরের; পাখিদের মধ্যে আছে সাদা বুক মাছরাঙা, হলুদ বুক মাছরাঙা, কালোমাথা মাছরাঙা, লার্জ এগ্রেট, কাঁদা খোঁচা, ধ্যানী বক প্রভৃতিরও দেখা মেলে।
এখানকার লুকায়িত সৌন্দর্য আবিষ্কার করতে বেশি সময় লাগবে না আপনার, হাঁটতে হাঁটতে প্রায়ই চোখে পড়বে গাছের আড়ালে লুকিয়ে থাকা লজ্জাবতী কোনো হরিণের। হাঁটার সময় ট্রেইলের দুপাশে পাবেন বেশ খোলামেলা জায়গা, এখানে কেবল বড় বড় সুন্দরী গাছ, মাটি থেকে উপরের দিকে চোখা হয়ে জেগে আছে অজস্র শ্বাসমূল। এর মাঝে দৌড়ে বেড়ায় বানরের দল। ট্রেইলটির প্রায় শেষের দিকে আছে উঁচু একটি ওয়াচ টাওয়ার, এখান থেকে তাকালেও বনের বেশ খানিকটা এক নজরে দেখে নয়নজোড়া জুড়িয়ে নেওয়া যায়।
এছাড়া হিরণ পয়েন্ট থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে কেওড়াসুঠি নামক স্থানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ার থেকে হিরণ পয়েন্ট সহ সুন্দরবনের একাংশের প্রাকৃতিক সৌন্দর্যউপভোগ করা যায়।
কখন যাবেন
প্রতিবছর নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শীতকালীন সময়ে হিরণ পয়েন্টে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্যাকেজ দিয়ে থাকে। ৩ দিন ২ রাতের এই ভ্রমণ প্যাকেজ জনপ্রতি খরচ হয় (আনুমানিক)৬৫০০ থেকে ১২০০০ টাকা পর্যন্ত। আপনি চাইলে ঢাকা থেকে সুন্দরবন ট্যুর প্যাকেজ নিতে পারেন।
এসব প্যাকেজের মধ্যে থাকে হিরণ পয়েন্ট, জামতলা, টাইগার পয়েন্ট, করমজল ইত্যাদি। ভ্রমনের পুরো প্যাকেজের মধ্যে গাইড, খাবার, সুন্দরবনের প্রবেশ মূল্য, গান ম্যান ভ্রমণ প্রতিষ্ঠান বহন করে। খুলনা থেকে হিরণ পয়েন্ট প্রায় ৬০ কিলোমিটার পথ।আর সময় লাগে ১২ থেকে ১৪ ঘণ্টার মত।